রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাদকের বিরুদ্ধে বলায় যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে বলায় হুমায়ুন কবির (৩৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার তিনি মারা যান। ১ অক্টোবর উপজেলার সাহেবের হাট পশ্চিমবাজারে বাবার সামনে হামলার শিকার হয়েছিলেন হুমায়ুন। তিনি নোয়াখালী ইউনিয়নের আবদুল্যাহপুর গ্রামের আবদুল কাদেরে ছেলে ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি বাড়ি-একটি খামার প্রকল্পে সেনবাগে মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। হত্যায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

জানা যায়, এলাকায় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় বিভিন্ন সময় মাদক ও অসামাজিক কাজের বিরুদ্ধে কথা বলতেন হুমায়ুন। কয়েক মাস আগে মাদক কারবারি কালামের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জেরে ১ অক্টোবর সাহেবের হাটবাজারে মাদক কারবারিরা তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি।

 

 

সর্বশেষ খবর