রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্কুলের দেয়াল ধসে ৮ ছাত্রী আহত

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি ছাদের নিচের কংক্রিটের বিমের নিচে থাকা ইটের দেয়ালের অংশ ভেঙে ৮ শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা ও শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের দুটি কক্ষকে একত্রিত করে একটি হলরুম বানানোর প্রয়োজনে কংক্রিটের ওই ভিমের নিচের পার্টিশন হিসেবে দেওয়া ইটের গাঁথুনির একটি দেয়াল ভেঙে উপরের দিকের ৩ ফিট অংশ না ভেঙে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছিল। গতকাল সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলাকালে আকস্মিকভাবে বাঁশ সরে গেলে ঝুলন্ত কংক্রিটের ভিমের কিছু অংশ ভেঙে পড়ে। এ সময় ৮ শিক্ষার্থী আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রীরা জানায়, প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় ৪০১ নম্বর কক্ষে গতকাল সপ্তম শ্রেণির

বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছিল। দুপুর ১টার দিকে হঠাৎ বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা ভিমের নিচের পার্টিশন দেয়ালের কিছু অংশ ধসে পড়ে। পুলিশ জানায়, বিমের নিচের পার্টিশন দেয়াল বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখে দেওয়া হয়েছিল। যা একেবারেই অপরিকল্পিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বাইরে ছিলাম।

 

সর্বশেষ খবর