রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বেচ্ছাচারিতার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

নিয়মিত অফিস না করা, পরিষদের গোপন নথি বাইরের কম্পিউটারের দোকানে রাখা, সেবাগ্রহীতাদের হুমকি, বেশি টাকা আদায়সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউপি সচিব নুরুল আলমের বিরুদ্ধে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। অভিযোগের বিষয়ে ইউপি সচিব বলেন, আমি অসুস্থ ঢাকায় আছি। এসব ব্যাপারে কিছুই জানি না। আমিও ইউএনও স্যারকে চিঠি দিয়েছি। ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, দক্ষিণ ধুরুং ইউপি সচিব নুরুল আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে তিনি জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছেন। কক্সবাজারের উপপরিচালক (স্থানীয় সরকার) নাসিম আহমেদ বলেন, আমি তার বিরুদ্ধে অনিয়মের চিঠি পেয়েছি।

সর্বশেষ খবর