রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্থানীয়দের বাধায় নিয়োগ পরীক্ষা বাতিল

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্থানীয়দের তোপের মুখে একটি বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কমিটি। পরীক্ষার সময় নিয়োগ বাতিল দাবিতে বিদ্যালয় মাঠেই মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা। আটোয়ারী উপজেলার ডাংগীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ে গতকাল আয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। এ সময় বিদ্যালয়ে জমিদাতা হাজেরা খাতুন পরীক্ষা স্থগিতের দাবিতে বিদ্যালয় মাঠে উপস্থিত হন। তার সঙ্গে স্থানীয় কিছু যুবক ব্যানার নিয়ে পরীক্ষা বাতিলের জন্য বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন, ২২ বছর আগে বিদ্যালয়ে ৩৭ শতক জমি দান করেন হাজেরা। ওই সময় বিদ্যালয় কমিটি ও প্রধান শিক্ষক রেজ্যুলেশনের মাধ্যমে হাজেরার পরিবারের এক সদস্যকে যোগ্যতার ভিত্তিতে বিদ্যালয়ে চাকরি দেওয়ার আশ্বাস দেন। অক্টোবর মাসে আয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর হাজেরার মেয়ে আবেদন করেন। ওই পদে চাকরির জন্য তার কাছে ৮ লাখ টাকা দাবি করেন প্রধান শিক্ষক জাকির হোসেন ও সহকারী শিক্ষক আবদুল জব্বার। গরু-ছাগল বিক্রি করে হাজেরা ৩ লাখ টাকা  দেন। পরে তিনি জানতে পারেন প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটি অন্য প্রার্থীকে আরও বেশি টাকার বিনিময়ে গোপনে পরীক্ষার আগেই চাকরি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

সর্বশেষ খবর