রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

২০ বছরেও হয়নি সেতুর সংযোগ সড়ক

পাবনা প্রতিনিধি

ব্রিজ আছে, রাস্তা নেই। ব্রিজে জমেছে শ্যাওলা। বিভিন্ন আগাছা বড় হয়ে এর চার পাশ ভরে গেছে। এভাবে কাটছে প্রায় ২০ বছর। সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি জনগণের কোনো উপকারেই আসেনি। এমনি চিত্র দেখা গেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামে। এলাকাবাসী জানায়, ব্রিজটির উত্তর পাশে ওয়াপদার পাকা সড়ক এবং দক্ষিণ পাশে এলজিইডির তৎকালীন এক কর্মকর্তার গ্রামের বাড়ি। প্রায় ২০ বছর আগে অন্তত ২০টি গ্রামের মানুষের প্রয়োজনে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সংযোগ রাস্তা না হওয়ায় জনসাধারণকে প্রায় ৩ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। ছোট বিশাকোল গ্রামের আবদুল মজিদ ও সাত্তার আলী বলেন, ব্রিজের সংযোগ সড়ক হলে জনসাধারণ সহজে এই পথে চলাচল করতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী আফরোজা খাতুন কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর