রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শ্রম বিক্রির হাটে ছাউনি শৌচাগার দাবি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা ছোট বাজার বিজয়পুর। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এর অবস্থান। এখানে পাঁচ দশক ধরে ভোর থেকে ‘শ্রম’ বিক্রির হাট বসে। শ্রম বিক্রি করতে আসা অধিকাংশ মানুষ আসেন ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর ও লালমনিরহাট জেলা থেকে। এখানে একটি ছাউনি ও শৌচাগারের দাবি জানান শ্রমিকরা। কুড়িগ্রামের অলিপুর উপজেলার আমিনুল ইসলাম ও চাঁদপুর হাজীগঞ্জের ডড্ডা গ্রামের দুলাল মিয়া বলেন, জিনিসপত্রের দাম বেশি, মজুরি-তো বাড়েনি। শ্রম বিক্রি না হলে চলা কষ্ট হয়ে যায়। যেখানে সেখানে অবস্থান করায় মোবাইল ফোনসহ এটা-সেটা চুরি হয়। ছাউনি থাকলে একটু বিশ্রামের সুযোগ পাওয়া যেত। কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু বলেন, এখানে আগে শৌচাগার ছিল। সেটি নষ্ট হয়ে গেছে। শ্রমিকের হাট পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর