রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বোতলসদৃশ বস্তু বিস্ফোরণে দগ্ধ ৪

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বোতলসদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ির চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলার জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আবদুল হাকিম (৩৯), তাঁর স্ত্রী পারভীন বেগম (৩৩), হাকিমের ফারুক মিয়া (২০) ও রিপন মিয়া (১৭)। সুন্দরগঞ্জ থানার ওসি আজমিরুজ্জামান বলেন, সকালে আবদুল হালিম তাঁর দুই ছেলেকে নিয়ে তিস্তা নদীসংলগ্ন জমিতে জমে থাকা কচুরিপানা সরাতে যান। এ সময় কচুরিপানার নিচে পরিত্যক্ত অবস্থায় বোতলসদৃশ বস্তু পান। এটি কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বলেন, বিস্ফোরণে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। একজনের পা, দুজনের চোখ ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।

সর্বশেষ খবর