সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মালবাহী ট্রেন লাইনচ্যুত রেলপথ ক্ষতিগ্রস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মালবাহী ট্রেন লাইনচ্যুত রেলপথ ক্ষতিগ্রস্ত

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লেভেল ক্রসিং এলাকার আউটারে সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ডাউন লাইন। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সূত্র ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার জসীম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ৬০৭ নম্বর মালবাহী কনটেইনার ট্রেন সকাল ৮টার দিকে সদর উপজেলার পাঘাচং রেলস্টেশন অতিক্রম করে। ৮টা ৪০ মিনিটে শহরের লেভেল ক্রসিং এলাকায় ট্রেনের ৩১ নম্বর বগি লাইনচ্যুত হয়। লাইনের পাত বাঁকা ও স্লিপার ভেঙে যায়। বগি লাইনচ্যুতির কারণে প্রায় আধা কিলোমিটার এলাকার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি লাইন ট্র্যাক থেকে সরে বেঁকে গেছে। ৩০০ থেকে ৩৫০টি স্লিপার ক্লিপ সরে গেছে। আপ লাইন বন্ধ করে ডাউন লাইনে আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

সর্বশেষ খবর