সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল তারা মারা যান। নিহতরা হলেন- উপজেলার ফুলতলা গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে রাকিবুল হাসান (৩৫) ও তার স্ত্রী মীম খাতুন (২৬)। স্থানীয় শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ জানান, ১৪ নভেম্বর সকালে নাস্তা তৈরির জন্য রান্না ঘরে যান মীম খাতুন। চুলার সুইচে চাপ দিতেই ঘরে আগুন ধরে যায়। এতে মীম খাতুন দগ্ধ হন। তার চিৎকারে পাশের ঘরে থাকা স্বামী রাকিবুল ইসলাম স্ত্রীকে উদ্ধার করতে গেলে তিনিও দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।

ট্যাংক লরি বিস্ফোরণে যুবক নিহত : দিনাজপুর প্রতিনিধি জানান, ঝালাই কাজ করার সময় পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি বিস্ফোরণ হয়েছে। এতে রতন হোসেন নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু এবং তার সহকারী ও এক বাসের হেলপার আহত হয়েছেন। পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের গ্যারেজে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন (৩০) দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের রতন মোটর গ্যারেজে মেরামতের জন্য ওই লরিটি নিয়ে যান চালক সেরাজুল ইসলাম। মিস্ত্রিকে মেরামতের বিভিন্ন স্থান চিহ্নিত করে দিয়ে পাশের দোকানে চা খেতে যান তিনি। ওয়েল্ডিং মিস্ত্রি রতন এবং তার সহকারী নাহিদ লরির ওপরের ঢাকনা না খুলে ঝালাইয়ের কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

সর্বশেষ খবর