সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পতিত জমিতে সবজি চাষ

গাইবান্ধা প্রতিনিধি

পতিত জমিতে সবজি চাষ

গাইবান্ধা পুলিশের সব ইউনিটের পতিত জমিতে বিভিন্ন মৌসুমি শাক-সবজি চাষ হয়েছে। এতে পুষ্টি চাহিদা মিটছে পুলিশের। ‘দেশের এক ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধা পুলিশ লাইনস, সব থানাচত্বর, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির সবজি চাষ করা হয়েছে। সরেজমিন দেখা যায়, পুলিশ লাইনস, থানাচত্বর, ফাঁড়ি ও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিত্যক্ত জায়গায় শোভা পাচ্ছে সবজি। চাষ হয়েছে পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, মূলাশাক, বেগুন, রসুন, পিঁয়াজ, টমেটো ও শসা। সবজি বাগান পরিচর্যা ও দেখাশোনার দায়িত্বে আছেন সংশ্লিষ্ট থানা বা পুলিশ লাইনের পুলিশ সদস্যরা। পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এক সবজি ওঠার পরই আবার নতুন করে সবজি চাষ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, পুলিশ প্রশাসনের সবজি চাষ- খুবই ভালো উদ্যোগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর