সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১০

কুমিল্লা প্রতিনিধি

দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১০

তিতাস উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার ও রবিবার সকালে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মসজিদের জমি নিয়ে সরকার বাড়ির শাখাওয়াত সরকার ও ভূইয়া বাড়ির শেখ সাহেবের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়ে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল সকালে পুনরায় উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। শেখ সাহেব গোষ্ঠীর শামীম মিয়া বলেন, ‘সকালে মাছিমপুর বাজার থেকে আসার পথে প্রতিপক্ষের লোকজন আমাকে, ছোট ভাই রিপন ও বৃদ্ধ বাবাকে মারধর করে।’ সরকার বাড়ির মিয়া হাজী বলেন, ‘শামীমের ছোট ভাই রিপন আমাকে মারধর এবং বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট করে।’ তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর