মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ীকে টাকার লোভে হত্যা

ট্রাকচালক ও সহযোগী আটক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে টাকার লোভে সিমেন্টের খুঁটি ব্যবসায়ী মামুনুর রশিদ মামুনকে (৩২) হত্যা করে ট্রাকচালক ও তার সহযোগী। এ ঘটনায় ট্রাকচালক সুমন (২৮) ও সজিবকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই এবং হত্যার কথা স্বীকার করেছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে এ ঘটনায় নিহতের ছোট ভাই ইমরান হোসেন বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করে। নিহত মামুনের বাড়ি নওগাঁ সদর উপজেলার কুমরিয়া গ্রামে। ট্রাকচালক সুমন সদর উপজেলার দুলাল হোসেনের ছেলে। সজিব উল্লাসপুর আকন্দপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সিমেন্টের খুঁটি ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন শনিবার তালতলি মোড়ের তার কারখানা থেকে ট্রাকে করে সিমেন্টের খুঁটি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন দোকানে বিক্রি করেন। পরে ১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জ হতে ওই ট্রাকযোগে তিনজন নওগাঁর উদ্দেশে রওনা দেয়। রাত ১২টার সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের খোর্দ্দনারায়নপুর-ভীমপুর গ্রামের ফয়েজ উদ্দিন কোল্ডস্টোরেজের ৩০০ গজ পূর্ব দিকে খামারবাড়ির মোড় নামক স্থানে ট্রাক পৌঁছে। পূর্ব পরিকল্পিতভাবে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে সজিব হাতুড়ি দিয়ে মামুনের মাথায় আঘাত করে।

 

সর্বশেষ খবর