মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নয়

দিনাজপুর প্রতিনিধি

জ্বর ডায়রিয়াসহ ছোট খাটো সমস্যা হলে কোনো ফার্মেসি বা পল্লী চিকিৎসকের কাছে গিয়ে অ্যান্টিবায়োটিক না নিয়ে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা। তারা রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ দেন। দিনাজপুরের হাকিমপুরে গতকাল বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্রান্স সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ পরামর্শ দেন। সভায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ সভাপতিত্ব করেন। আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর