মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেতু ভাঙায় বিপাকে ২৫ গ্রামের মানুষ

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

সেতু ভাঙায় বিপাকে ২৫ গ্রামের মানুষ

ঝিনাইদহের শৈলকুপায় পাঁচ মাস ধরে ভেঙে পড়ে আছে জিকে সেচ প্রকল্পের একটি সেতু। এতে চরম ভোগান্তিতে তিন উপজেলার অন্তত ২৫ গ্রামের মানুষ। স্থানীয়ভাবে বার বার তাগাদা দিলেও সংস্কারে কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দ্রুত সেতুটি সংস্থারের দাবি স্থানীয়দের। তারা বাঁশের সাঁকো দিয়ে আপাতত কোনোভাবে হেঁটে চলাচলের ব্যবস্থা করেছেন। জানা যায়, ষাটের দশকে মানুষের চলাচলের কথা চিন্তা করে সেতুটি নির্মাণ তখনকার জিকে সেচ প্রকল্প কর্তৃপক্ষ। এ সেতু দিয়ে চরপাড়া, সাধুহাটি, নাগপাড়া, হরিহরাসহ কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার প্রায় ২৫ গ্রামের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীরাসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। জিকে সেচ খালের সেতুটি পার হয়ে যেতে হয় খুলুমবাড়িয়া বাজারে। পাঁচ মাস আগে ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার মানুষের। সেতু সংস্কার না হওয়ায় এক কিলোমিটার দূরের খুলুমবাড়িয়া বাজারে কৃষিপণ্য নিতে ঘুরতে হয় পাঁচ কিলোমিটার। সময় বেশি লাগার পাশাপাশি যাতায়াত করতে গুনতে হয় অতিরিক্ত ভাড়া। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের জানিয়েও কাজ হচ্ছে না বলে জানান শৈলকুপার হাকিমপুর ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু। ঝিনাইদহ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর