মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
মালবাহী ট্রেন লাইনচ্যুত

গতি বেশি থাকায় দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মালবাহী কনটেইনার ট্রেনটির গতি বেশি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্ত কমিটির সদস্যরা। কাঠের স্লিপারগুলো পরিবর্তন না করা পর্যন্ত রেলপথের ক্ষতিগ্রস্ত ওই এলাকা দিয়ে সব ট্রেনকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন বলেন, নতুন রেললাইন বসানো হয়েছে। গতকাল সকাল থেকে রেলের লোকজন কাজ করছে। কাজ শেষ হলে সব ট্রেন আগের মতো চলবে। উল্লেখ, রবিবার সকালে আখাউড়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে রেলের ঢাকা বিভাগ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর