বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

আমি আত্মহত্যা করলে দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন

গোপালগঞ্জ প্রতিনিধি

‘আমি আত্মহত্যা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে। আমি মারা গেলে লাশ বাবা-মায়ের কাছে যেন পাঠানো হয়। সংবাদ সম্মেলনে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এমন অনুরোধ জানিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল চত্বরে গতকাল সংবাদ সম্মেলন করেন ওই শিক্ষার্থী। লিখিত বক্তব্যে ওই শিক্ষার্থী বলেন, ৬ নভেম্বর রাতে রনির নেতৃত্বে ১০-১২ জন শেখ রাসেল হলের ৩০৩ নম্বর কক্ষে গিয়ে আমাকে মারধর করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরে এলে সুষ্ঠু বিচারের আশ্বাস দেয় প্রশাসন। তদন্ত কমিটি গঠন করে ১২ নভেম্বর মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। ১১ নভেম্বর আবারও রনি ও তার লোকজন তদন্ত কমিটির কাছে সত্য না বলার জন্য আমাকে হুমকি দেন। সাত কর্মদিবস পেরিয়ে গেলেও এখন সুষ্ঠু বিচার পায়নি। রেজিস্ট্রার দলিলুর রহমান বলেন, শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সাংবাদ সম্মেলন করেছে এবং আত্মহত্যার হুমকি দিয়েছে সেটা আমার জানা নেই। তিনি বলেন, সাজ্জাদের বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ করছে।

সর্বশেষ খবর