বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেশের মানুষ এখন নির্বাচনমুখী : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। সারা দেশে নির্বাচন ঘিরে বাংলার যে চিরাচরিত আমেজ, উৎসব তা আবার ফিরে এসেছে। আসন্ন ভোটে মানুষের স্বাধীন ইচ্ছার প্রতিফলন ঘটবে এটাই দেশবাসী আশা করছে। মানুষ আগের চেয়ে বেশি সচেতন। ভোটের আগে চুলচেরা বিশ্লেষণ কষতে তাদের বাকি নেই। বিএনপিসহ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া দলগুলোর উচিত এ উৎসবে সামিল হওয়া। এতে তাদের জনপ্রিয়তাও যাচাই হবে। কারণ ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হলো নির্বাচন। শরীয়তপুরের সখিপুরে গতকাল বিভিন্ন উন্নয়নমূক কর্মকান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে উপমন্ত্রী তার চাচা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন পাইকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ায় অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন- এস এম আহসান হাবীব, হুমায়ুন কবির মোল্যা, আতিকুর রহমান মানিক, আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।

সর্বশেষ খবর