বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পরিচয় গোপন করে পাসপোর্ট করার সময় সবুজ নামে এক রোহিঙ্গাকে গতকাল আটক করা হয়েছে। কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় সার্ভারে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়।  পাসপোর্ট অফিসের আনসার ব্যাটালিয়ন সদস্যরা দুপুর ২টার দিকে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা সদস্য নিশ্চিত হওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানার ওসি শেখ সোহেল রানা বলেন, পাসপোর্ট অফিসের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের ১৭ ঢাকা ঝালুপাড়া এলাকার ঠিকানা ব্যবহার করে মো. সবুজ নামের ওই ব্যক্তি পাসপোর্ট করতে আসেন। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্র ও কুষ্টিয়া পৌরসভার নাগরিক সনদপত্র জমা দেন। সব কার্যক্রম শেষ করার পওে ভোটার আইডির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তার ফিঙ্গারপ্রিন্টের মিল না পাওয়ায় সন্দেহ হয়। এরপরই সবুজ নামে ওই ব্যক্তিকে আটক করে পাসপোর্ট অফিসের আনসার সদস্যরা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিনি একজন রোহিঙ্গা সদস্য।

 

সর্বশেষ খবর