বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

১০ হাজার পরিবার পাবে সুপেয় পানি

কুতুবদিয়ায় বাস্তবায়ন হচ্ছে ৮ কোটির প্রকল্প

মোহাম্মদ মিজানুর রহমান, কুতুবদিয়া

কক্সবাজারের কুতুবদিয়ার চারটি ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে কাজ চলছে। বিশ্বব্যাংকের অর্থায়নে উপজেলার বড়ঘোপ, কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং ও লেমশীখালী ইউনিয়নে জরুরিভিত্তিতে ‘মাল্টি-সেক্টর প্রকল্প’ (ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেন্সপন্স প্রজেক্ট) প্রকল্প বাস্তবায়ন করছে। ব্যয় হবে ৮ কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্প সম্পন্ন হলে ১০ হাজার পরিবার পাবে সুপেয় পানি। আগামী বছর কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জিলানী ট্রেডার্সের প্রকৌশলী ইমরুল কায়েস। জানা যায়, প্রকল্পের আওতায় ৭০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতার চারটি ট্যাংক বসানো হবে। ৩২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে কয়েক হাজার বসতবাড়িতে। স্থানীয়রা জানান, গভীর নলকূপের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ করেও চাহিদা অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন না। এবার দীর্ঘদিনের সংকট থেকে মুক্তি পাওয়া যাবে- আশা করছি। দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, দুর্গম এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে তার ইউনিয়নের আলী ফকির ডেইলে স্থাপিত হচ্ছে ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেন্সপন্স প্রজেক্ট ট্যাংক। এতে প্রায় ২ হাজার পরিবার মাসে স্বল্পমূল্যে পানি ব্যবহারের সুযোগ পাবে।

সর্বশেষ খবর