শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
কুষ্টিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি

চলতি মাসেই মৃত্যু ১২ জনের

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

চলতি মাসেই মৃত্যু ১২ জনের

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

কুষ্টিয়ায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। চলতি নভেম্বরেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। যা পুরো বছরের অর্ধেক (২৪)। এ ছাড়া জেলায় ডেঙ্গু রোগী সংখ্যা ৪ হাজারের কাছাকাছি। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে জেলায় ১৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই রয়েছেন ৭৫ জন। জুনে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় এ হাসপাতালে। ২০ নভেম্বর পর্যন্ত জেলায় ৩ হাজার ৯২৩ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয় জুলাই মাসে। পরের মাসে মারা যান একজন। এরপর সেপ্টেম্বরে ছয় এবং অক্টোবরে চারজনের মৃত্যু হয়। এই নভেম্বরে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। ডা. রফিকুল ইসলাম বলেন, যেসব রোগী পরিস্থিতি খারাপ হওয়ার পর দেরিতে হাসপাতালে আসছে, মাথায় রক্তক্ষরণ হয়ে তাদের মৃত্যু হচ্ছে। আবাসিক চিকিৎসা কর্তকর্তা তাপস কুমার সরকার বলেন, প্রথমে হাসপাতালের জরুরি বিভাগের পাশে ২০ শয্যার একটি ইউনিট করা হয়েছিল ডেঙ্গু রোগীদের জন্য। সেখানে জায়গা না হওয়ায় আরও দুটি কক্ষ যুক্ত কার হয়েছে। তিনি বলেন- ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে সচেতনতা বাড়াতে হবে, মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশারি ছাড়া দিনের বেলায়ও না ঘুমানোর পরামর্শ দেন ডাক্তার তাপস। এমন ভয়াবহ পরিস্থিতিতে মশা নিধনে পৌরসভা বা স্থানীয় প্রশাসনের তেমন উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন শহরবাসী। কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আমরা খুবই তৎপর। ২১টি ওয়ার্ডে দুটি করে স্প্রে মেশিন দিয়ে প্রতিদিন ওষুধ ছিটানো হচ্ছে। জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, সবাই এগিয়ে না এলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

 

সর্বশেষ খবর