শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পরিবহন শ্রমিক-এলাকাবাসী সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে পরিবহন শ্রমিক-এলাকাবাসী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার সাতকাপন ইউনিয়নের হামিদনগর সিএনজি স্ট্যান্ডে গতকাল এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সাতকাপন গ্রামের আওলাদ মিয়ার ছেলে হোসেন মিয়া নিজের নসিমন গাড়ি নিয়ে হামিদনগর বাজারে আসেন। এ সময় ভেড়াখাল গ্রামের কালা মিয়ার ছেলে শরিফ উদ্দিনের সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা তার নসিমনের ধাক্কা লাগে। এ নিয়ে হোসেন মিয়া ও শরিফ উদ্দিনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এ ঘটনায় সিএনজি স্ট্যান্ডের শ্রমিকরা শরিফ উদ্দিনের পক্ষ নিয়ে নসিমনচালক হোসেন মিয়াকে মারধর করেন। খবর পেয়ে সাতকাপন গ্রামের কয়েক যুবক প্রতিবাদ করলে সিএনজি শ্রমিক ও সাতকাপন গ্রামের যুবকদের সংঘর্ষ বাধে। উভয় পক্ষ একে অন্যের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

 

সর্বশেষ খবর