শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
গণপিটুনিতে দুজন নিহত

দুই মামলায় আসামি ৩ শতাধিক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় আসামি করা হয়েছে ৩ শতাধিক। গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে এলাকায়।

শিবচর থানার এসআই গোলজার আলম বাদী হয়ে বুধবার একটি হত্যা মামলা করেন। এ ছাড়া ডাকাতির ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার অন্য মামলাটি করেন। এসআই গোলজার আলম বলেন, ডাকাতি ও গণপিটুনিতে নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানা সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে শিবচরের বাশকান্দি ইউনিয়নের ভ্যানচালক দেলোয়ার হাওলাদারের

বাড়িতে হানা দেয় ডাকাত দল। বাড়ির লোকজনকে জিম্মি করে তারা লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীরা ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। স্থানীয়রা ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য মিরজন খালাসী ও হাসমত বেপারীকে ধরে পিটুনি দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর