শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কনে দেখার নামে ভাড়া নিয়ে চালককে হত্যা করে ইজিবাইক লুট

দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে চালক মানিককে (২৪) হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়ার খোকন শেখ (২৩) ও সাদ্দাম শেখ (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন। এতে আরও জানানো হয়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত খোকন শেখ ও সাদ্দাম শেখকে বুধবার রাতে আটক করা হয়। পরে খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলকুচি থেকে মানিকের ইজিবাইকটি উদ্ধার করা হয়। খোকন ও সাদ্দাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পরিকল্পনার অংশ হিসেবে বিয়ের জন্য কনে দেখতে যাওয়ার কথা বলে তারা ইজিবাইক ভাড়া করে। পরে তাকে বেত বাগানে নিয়ে এন্টিকাটার দিয়ে গলা কেটে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এতে আরও জানানো হয়, মানিক প্রায় চার মাস আগে একটি ইজিবাইক কেনে। গত মঙ্গলবার ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে তিনি বের হন। বুধবার ঝাঐল উত্তরপাড়ার একটি বেতের খেতে মানিকের লাশ পাওয়া যায়। এ ঘটনায় কামারখন্দ থানায় মানিকের মা বাদী হয়ে হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর