শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতে গুরুত্ব

দিনাজপুর প্রতিনিধি

কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তাদের ভোটটি নির্বিগ্নে নিজের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারেন সেই অধিকার ও ব্যবস্থা সরকারকেই নিশ্চিত করতে হবে। দিনাজপুরে গতকাল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের প্রবেশাধিকার নিশ্চিতকরণ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি জাকিয়া সুলতানা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তারা আরও বলেন, সামাজিক ও পারিবারিক সচেতনতা সৃষ্টি করতে পারলেই বাধাবিপত্তি ছাড়া প্রতিবন্ধী মানুষের ভোট প্রয়োগের অধিকার শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

সর্বশেষ খবর