শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোগান্তির নাম ‘অর্ধেক সেতু’

মাসুদ হাসান বাদল, শেরপুর

ভোগান্তির নাম ‘অর্ধেক সেতু’

শেরপুর সদরের চরশেরপুরের যোগিনীমুড়ায় মৃগী নদীর ওপর একটি সেতুর অর্ধেক কাজ করার পর কেটে গেছে এক যুগ। সেতুটি এলাকার মানুষের কাছে এখন ‘অর্ধেক সেতু’ নামে পরিচিত। সেতুটি পুরোপুরি না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন আট গ্রামের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সেতুর কাজ করা হবে। জানা যায়, সেতুটির পাঁচটি প্যানের মধ্যে দুটি নদীগর্ভে চলে গেছে। বাকি তিনটি প্যান নিয়ে অর্ধেক সেতু দাঁড়িয়ে আছে। স্থানীয়রা সেতুটির নিচ দিয়ে বাঁশের সাঁকো বানিয়েছেন। এই সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। বিশেষ করে শিক্ষার্থী ও শিশুরা বেশি ভোগান্তির শিকার হন। এ পথে যাতায়াত করে যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের, যোগিনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। সেতু না থাকায় স্থানীয় মানুষ কাছে হওয়া সত্ত্বেও ওই সব প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করাচ্ছেন না। দুই পাড়ের কৃষকরা খেতের ফসল নদীর পানিতে ভিজে পারাপার করেন। এলাকাবাসীর অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে কষ্টের কথা জানালেও কিছুই হচ্ছে না। শেরপুরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, শেরপুর প্রকল্প নামে একটি নতুন প্রকল্পে ওই সেতু নির্মাণ অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর