শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
মিধিলির প্রভাবে ট্রলারডুবি

আট দিনেও সন্ধান মেলেনি ২৫ জেলের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

‘৩৫ বছর ধইরা সাগরে মাছ ধরি, মোর বয়সে এমন রুলিং (ঢেউ) দেহি নাই। এক ট্রলারে ১২ জন আছিলাম। চারজন ৯ ঘণ্টা সাগরে ভাইস্যা কূলে আইছি। মরণ ঘর দেইখা আইছি।’ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়া এফবি মায়ের দোয়া ট্রলারের জেলে নুরুজ্জামান (৬৫) ফিরে এসে রোমহর্ষক বর্ণনা দেন।

১৭ নভেম্বর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি মায়ের দোয়া, এফবি এলাহি ভরসা ও এফবি তামান্না। মায়ের দোয়া ট্রলারের ১২ জনের মধ্যে চার জেলে ৯ ঘণ্টা ভেসে ভাগ্যক্রমে বেঁচে ফেরেন। এক দিন পর এলাহি ভরসা ট্রলারসহ জেলেরা উদ্ধার হন। আট দিনেও মায়ের দোয়া ট্রলারের অন্য আট এবং এফবি তামান্নার ১৭ জন জেলের সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের বাড়িতে চলছে আহাজারি। নিখোঁজ জেলেরা হলেন- আবুল কালাম, জাফর, মজিবুর, ইউসুফ, ছত্তার, নাদিম, বেল্লাল, ইয়াছিন, আউয়াল, সফিকুল, ফারুক, আবদুল খালেক, নান্টু, মাহতাব, সিদ্দিক, কালু মিয়া, মনির, সহিদুল, সুবাহান খাঁ, ইউনুস, খলিল, আবদুর রব, আল আমিন, লিটন ও কালাম। তাদের বাড়ি বরগুনা ও পাথরঘাটায়। বরগুনা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন- নৌবাহিনী, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ খবর