শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জৈন্তাপুরে প্রতিপক্ষের হামলায় সৌদি আরব প্রবাসী হাফেজ আবদুস শাকুর (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ফতেহপুর ইউনিয়নের দলইপাড়ার আবদুল মালিকের ছেলে। গতকাল সকালে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওসি জানান, আবদুস শাকুরের সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী বদরুল ইসলাম ও নজরুল ইসলামের। সকালে শাকুর বিরোধপূর্ণ জায়গায় আনারসের চারা লাগাতে গেলে নজরুল ও বদরুল বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি নিহত হন।

সর্বশেষ খবর