শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং

নওগাঁ প্রতিনিধি

হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা-সগেরপুর এলাকার সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে এক মাস আগে। এখনই হাত দিয়ে টানলে উঠে যাচ্ছে এর কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। স্থানীয়রা এর প্রতিবাদও করেন। কিন্তু তাদের কথা আমলে না নিয়ে সংস্কার কাজ  শেষ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। গোবরচাপাহাট কলেজের সাবেক শিক্ষক দেবু বলেন, সড়কটি সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে হাত দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে, ফাটলও দেখা দিয়েছে। পরে এসে ঠিকাদারের লোকজন মেরামত করেছে, কিন্তু তাও খুব ভালো হয়নি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সামিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইদুজ্জামান সিফাত বলেন, শিডিউলে চাহিদা অনুযায়ী সব উপাদানই সংস্কার কাজে ব্যবহার করা হয়েছে। টেকনিক্যাল ত্রুটির কারণে এ রকম হয়ে থাকতে পারে। সড়কটি পুনরায় সংস্কার করে দেওয়া হবে। সড়কটির সংস্কার কাজ দেখভাল করার দায়িত্ব ছিল স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের। বদলগাছী উপজেলা প্রকৌশলী  মোখলেছুর রহমান বলেন ভিন্ন কথা। তিনি দাবি করেন, কিছুদিন আগে বিএনপির সভায় যাওয়ার সময় কিছু লোকের সঙ্গে অনাকাক্সিক্ষত ঝামেলা হয় সংস্কার শ্রমিকদের। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই ব্যক্তিরা জেল থেকে বের হয়ে এসব ষড়যন্ত্র করছেন।

সর্বশেষ খবর