শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় চালককে হত্যা করে অটো ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মো. রাশেদ মিয়া (২৮) নামে এক চালককে হত্যা করে অটোরিকশাটি, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি এলাকা থেকে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ গতকাল তার লাশ উদ্ধার করে। রাশেদ জেলার দেবিদ্বার উপজেলার আসানপুর গ্রামের আবদুর রহিমের ছেলে।

নিহতের শ্বশুর এরশাদ মিয়া জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার একটি গ্যারেজ থেকে রাশেদ অটোরিকশা নিয়ে বের হয়। রাত পৌনে ৭টার দিকে রাশেদ মোবাইল ফোনে তার স্ত্রীকে জানায়, যাত্রীবেশী কিছু লোক একটি অজ্ঞাত স্থানে নিয়ে চায়ের সঙ্গে তাকে কিছু খাইয়েছে। এতে সে অসুস্থ হয়ে পড়েছে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহতের স্ত্রী নাদিয়া আক্তার জানান, রাতভর খোঁজাখুঁজি করেও তার (স্বামী) সন্ধান না পেয়ে শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানায় জিডি করেছি। সন্ধ্যায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানান, দেবিদ্বার থানা পুলিশের মাধ্যমে পরিবারকে খবর দেওয়া হয়। তারা এসে লাশ শনাক্ত করেছে।

সর্বশেষ খবর