শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেবিকার গলা কাটা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বিথী (৩২) নামে এক স্বাস্থ্য সেবিকার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোপালপুরে মাঠ থেকে গতকাল তার লাশ উদ্ধার করা হয়। ওই নারী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবিকা পদে কর্মরত ছিলেন। নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, তার মেয়ে বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যায়। ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। সকালে তার লাশ পাওয়া যায়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর