রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দাদনার খাল গার্ডার ওয়ালে ফাটল

জমির বেগ, ফেনী

দাদনার খাল গার্ডার ওয়ালে ফাটল

ফেনীর দাগনভূঞা পৌর শহরের নামার বাজার এলাকায় ২০১৭ সালে নির্মাণ করা হয় দাদনার খালের গার্ডার ওয়াল। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা, দাগনভূঞা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় এটা নির্মাণ করা হয়। তবে নির্মাণের ছয় বছর পার না হতেই এর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। ধসে পড়ছে বিভিন্ন অংশ। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অর্থায়নে দাগনভূঞা পৌরসভার তত্ত্বাবধানে এ কাজটি বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ছিলেন মেসার্স সালেহ আহম্মদ, মেসার্স আনোয়ার হোসাইন ও মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ। সরেজমিন দেখা গেছে, গার্ড ওয়ালটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসী জানান, এটি নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল হুদা সেলিম জানান, এর বিভিন্ন অংশে ধস আমার নজরে এসেছে। মেয়র ও পৌরসভার প্রধান প্রকৌশলীকে এটি সংস্কারের জন্য বলেছি। এটি সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান বলেন, ফুটপাতের নিচে বালু সরে গিয়ে নিচের দিকে নেমে গেছে। বালুর ওপর ফুটপাতের স্ল্যাব করায় সেটা ভেঙে গেছে।

পানি যাওয়ার পাইপ ফেটে যাওয়ায় বালু সরে গেছে। ডিজাইনে ভুল ছিল। স্ল্যাবের ওপর রড দেওয়া হয়নি। শুধু বালুর ওপর ঢালাই করলে তো ভাঙবেই।

 

সর্বশেষ খবর