শিরোনাম
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কলাপাড়ায় ১৪ কিশোরী পেল সেলাই মেশিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিকল্প জীবিকায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র ১৪ কিশোরীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে গতকাল ওইসব কিশোরীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে ৩০ শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফিস, বেতন, খাতা ও কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া দুজন কৃষককে লবণসহিষ্ণু বোরো ফসল চাষের জন্য নগদ ১০ হাজার টাকা করে করে সহায়তা প্রদান করা হয়। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর উদ্যোগে এনশিয়ন প্রটেকশন অ্যান্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এপ্রোচ ইপজিয়া ও ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিল্ড্রেন অ্যান্ড স্পন্সরশিপ এফডিসিএস প্রকল্পের মাধ্যমে দাতা সংস্থা ইন্টারএ্যাক্ট সুইডেন এসব সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবদুল্লাহ আল মামুন, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়া, মিলন চন্দ্র হাওলাদার ও উজ্জ্বল গাঠিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।

সর্বশেষ খবর