রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শহরের বাড়িতে বিষধর পদ্মগোখরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের উপশহর এলাকার এক বাড়িতে বিষধর পদ্মগোখরা ধরা পড়েছে। তবে কেউ বলছেন এটি মাছুয়া সাপ। কৌশলে সাপটি বয়ামে ভরে রাখেন ওই বাড়িওয়ালা। গতকাল সাপটি দেখতে ভিড় করে স্থানীয়রা। তবে বনবিভাগের কর্মকর্তা বলছেন, এটি বিষধর পদ্মগোখরা। এ ব্যাপারে দিনাজপুর সদর বনবিট কর্মকর্তা ও রামসাগর উদ্যানের তত্ত্বাবধায়ক আবদুল মান্নান জানান, বিষয়টি জেনেছি। সাপটি দেখে মনে হচ্ছে বিষধর পদ্মগোখরা। ওই বিষধর সাপটি নিয়ে আমরা বনে উন্মুক্ত করে দেব। জানা যায়, মনোক্লেড গোখরা স্থানীয়ভাবে পদ্মগোখরা বা গোমা সাপ নামে পরিচিত। পদ্মগোখরার ফণার পেছনে ইংরেজি অক্ষর ঙ বা মানবচক্ষু বা গরুর ক্ষুরের মতো চিহ্ন থাকে। এ সাপের গায়ে বাদামি, কালচে বাদামি, হলুদ, ছাই বা কালো রঙের ক্রসব্যান্ড দেখা যায়। ফণার দুই ধারে নিচের দিকে কালো মোটা বা চিকন ছোপ ছোপ দাগ দেখা যায় এবং দাগের পশ্চাদাংশ থেকে একটি বা দুটি কালো রেখা পেটের দিকে নামে।

বয়স বাড়ার সমানুপাতে এদের শরীরের রং ফ্যাকাশে হতে থাকে।

পূর্ণবয়স্ক মনোক্লেড গোখরা সাধারণত ৪.৪-৪.৯ ফুট পর্যন্ত হয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা সর্বোচ্চ ৭.৫ বা ৮ ফুট পর্যন্ত হতে পারে। গোখরার আরও বড় আকারের প্রজাতি পাওয়া গেলেও বর্তমানে তা বিলুপ্ত।

সর্বশেষ খবর