রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মৃত্যুর তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৃত্যুর ৩ মাস পর কবর থেকে সমসের আলী (৪৩) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। গতকাল গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বহিপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মৃত তাহির উদ্দীনের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সমসের আলীর স্ত্রী মোসা. জেসমিন বেগমের দাবি পূর্বশত্রুতার জের ধরে গত ১৭ আগস্ট রাত ৮টা হতে ১৮ আগস্ট ভোর ৫টার মধ্যে সমসের আলীকে হত্যা করে লাশ দাফন করে তার আত্মীয়স্বজন। পরে তার দাবির পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক ঈশিতা শবনম বরাবর মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দিন সমসের আলীর লাশ উত্তোলন ও ময়নাতদন্তের জন্য আবেদন করেন গত ২১ সেপ্টেম্বর। চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালত গোমস্তাপুরের বিজ্ঞ বিচারক কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ৩ মাস ৮ দিন পর লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর