রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতিবন্ধীরা সহযোগিতার অভাবে অবহেলিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রতিবন্ধী জনগোষ্ঠীর একটা বড় অংশ তাদের অধিকার ও আইন সম্পর্কে অজ্ঞ। তারা সচেতনতা ও সহযোগিতার অভাবে নানা স্থানে অবহেলিত। গতকাল বগুড়ায় প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্তিমূলক পরিষেবা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল শহরের একটি হোটেলে ডাব্লিউডিডিএফ এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডাব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার সমাজসেবা অধিদফতর ও বিভিন্ন বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক কাজ করে যাচ্ছে। বগুড়াসহ সারা দেশে এখনো প্রতিবন্ধী জনগগোষ্ঠীর একটা বড় অংশ তাদের অধিকার ও আইন সম্পর্কে অজ্ঞ।

তারা সচেতনতা ও সহযোগিতার অভাবে নানা স্থানে অবহেলিত। এদের অনেকে এখনো কর্মমুখী হতে পারেনি। তাদের মাঝে স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার উন্মোচন করা গেলে তারাও দেশের সম্পদে পরিণত হবে। এই জনগোষ্ঠীর সবার আইনি সেবা নিশ্চিত, কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতাকে জয়, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরে তাদের পাশে থাকার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর