শিরোনাম
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাতভর ঢালাই সকালে উঠে গেল কার্পেটিং

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

রাতভর ঢালাই সকালে উঠে গেল কার্পেটিং

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের সড়ক কার্পেটিং পর দিনই উঠে যাচ্ছে। বৃহস্পতিবার সড়কের কার্পেটিং উঠে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের লোকজন স্থানীয়দের বাধা উপেক্ষা করে রাতের আঁধারে তাদের লোকজন দাঁড় করিয়ে নিম্নমানের মালামাল দিয়ে কার্পেটিংয়ের কাজ করেছে। যা পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে। ৪০ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও কিছু কিছু স্থানে ১৫-২০ মিলিমিটার কার্পেটিং করা হয়েছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ধামরাই উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার সুতিপাড়া-নান্নার সড়কের ৪ কিলোমিটার কার্পেটিংয়ের জন্য সোয়া ২ কোটি টাকা টেন্ডারে কাজ পান মেসার্স ইশরাত বিল্ডার্স এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল সরেজমিন গিয়ে দেখা গেছে, সুতিপাড়া-নান্নার সড়কের ধাইরা ব্রিজের পাশ থেকে নান্নার কবরস্থান পর্যন্ত কার্পেটিং করা হয়েছে। রাস্তার একাধিক স্থানে ফাটল ধরে কার্পেটিং উঠে যাচ্ছে। ধাইরা-গোপালকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আবদুল কাদের বলেন, তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার। কোনো কোনো জায়গায় একেবারে বিটুমিন দেয়নি বললেই চলে। আবার অনেক জায়গায় ফাটল ধরে বিটুমিন ও কার্পেটিং উঠে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সেন্টু মিয়া জানান, অতি ওজনবাহী ট্রাক চলাচলের কারণে কিছু স্থানে কার্পেটিং ফেটে গেছে। ধামরাই উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত সড়কের কার্পেটিং নতুন করে করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। যদি সিডিউল অনুযায়ী কাজ না হয় তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হবে না।

সর্বশেষ খবর