সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পুণ্যস্নানে ভক্তের ঢল সৈকতে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পুণ্যস্নানে ভক্তের ঢল সৈকতে

ভরা পূর্ণিমা তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীরা আজ পুণ্যস্নান করবেন। পুণ্যের আশায় কাকডাকা সকালে একযোগে সমুদ্রের জলে স্নান অংশ নেবেন শত শত নারী-পুরুষ। এ উপলক্ষে দর্শনার্থী, সাধু, সন্যাসী ও ভক্তের পদচারণে মুখরিত হয়ে উঠছে পুরো সৈকত। সর্বত্র বইছে উৎসবের আমেজ। অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ আগে ভাগেই বুকিং হয়ে গেছে। অনেকেই নির্ঘুম রাত কাটিয়ে পুণ্যস্নান সম্পন্ন করবেন। পদ্মাসেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এ বছর ব্যাপক লোক সমাগমের আশা করছেন উদযাপন কমিটি। প্রশাসন সূত্রে জানা যায়, আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের বেষ্টনী তৈরি করা হয়েছে। রয়েছে মেডিকেল টিম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা। এ ছাড়া কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। যত্রতত্র গাড়ি পার্কিংয়ে রয়েছে নিষেধাজ্ঞা। সনাতন ধর্মাবলম্বীদের মতে, কার্তিক মাসের পূর্ণিমা তিথির এ লগ্নে রাস পূর্ণিমা উৎসব ও গঙ্গাস্নান হয়। জাগতিক পাপ ধুয়ে মুছে যাবে এমন এ বিশ্বাসে সূর্য উঠার সঙ্গে সঙ্গে পুণ্যস্নান সম্পন্ন করেন পুণ্যার্থীরা। এর পর কলাপাড়া পৌর শহরের আন্ধারমানিক নদীর তীরে শ্রীশ্রী মদন মোহন সেবাশ্রম আঙ্গিনায় ১৭ জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন। একই সঙ্গে পাঁচ দিনব্যাপী মেলায় মিলিত হবেন এসব পুণ্যার্থী। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুমের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, প্রতি বছরই এ উৎসব ঘিরে কুয়াকাটায় হাজার হাজার লোকের সমাগম ঘটে। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, রাস উৎসব ও গঙ্গাস্নান এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। 

সর্বশেষ খবর