সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জমজমাট ‘ওয়ানগালা’ উৎসব

শেরপুর প্রতিনিধি

জমজমাট ‘ওয়ানগালা’ উৎসব

গারো সম্প্রদায়ের বিশ্বাস, ‘মিসি সালজং’ বা শস্যদেবতার ওপর নির্ভর করে শস্যের ভালো ফলন হয়। নতুন ফল ও ফসল ভক্ষণ করার আগে শস্যদেবতাকে কৃতজ্ঞতা জানানো তাদের শত বছরের রেওয়াজ। শস্যদেবতাকে কৃতজ্ঞতা জানাতে শেরপুরের ঝিনাইগাতীতে গারো পল্লীতে অনুষ্ঠিত হলো বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমজমাট আয়োজন। উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বরে গতকাল ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব আয়োজন করা হয়। ওই দেবতার কাছে নতুন ফসল ভোজনের অনুমতির জন্য নেচে-গেয়ে উদযাপন করা হয় উৎসব। পরিবারের মঙ্গল কামনা করা হয় শস্যদেবতার কাছে।

 

সর্বশেষ খবর