সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নওগাঁয় এক বছরে নির্যাতনের শিকার ১৫০ নারী

নওগাঁ প্রতিনিধি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখা। শনিবার বিকালে নওগাঁ শহরের মাস্টারপাড়ায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন।’ সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা পারভীন আক্তার বলেন, এক বছরে জেলার ১৫০ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে। এ ছাড়া মহিলা পরিষদের প্রচেষ্টায় ৩৫টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। কিছু মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নানা সীমাবদ্ধতার কারণে অনেক অভিযোগে শেষ পর্যন্ত সুরাহা করা সম্ভব হয় না। তার পরও সব অভিযোগ গুরুত্বসহকারে সমাধানের চেষ্টা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিদ্দিকা খাতুন, মমতাজ বেগম, পারভীন রেজা, মনোয়ারা বেগম, তনিমা মাহমুদ প্রমুখ।

সর্বশেষ খবর