মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অভিবাসন বিষয়ে সমন্বয় সভা

নেত্রকোনা প্রতিনিধি

দালালমুক্তভাবে মানুষের বিদেশ যাওয়া নিশ্চিত করা এবং কেউ যেন হয়রানির শিকার না হন সেজন্য কাজের গতি বাড়াতে নেত্রকোনায় অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় সভা হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল আয়োজিত সভায় জনশক্তি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা লিগ্যাল এইড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- লুৎফর রহমান, রাফিকুজ্জামান, নওরীন মাহবুবা, গিয়াস উদ্দিন আহমদ, লেহাজ উদ্দিন, ফরহাদ হোসেন প্রমুখ। জেলা প্রশাসক জানান, বাইরে লোক পাঠানোর ক্ষেত্রে দেশের অন্য জেলার চেয়ে নেত্রকোনা একটু পিছিয়ে। সাধারণ নাগরিকদের কর্মমুখী করে দেশের বাইরে বৈধভাবে পাঠাতে পারলে যেমন পরিবারগুলো সচ্ছল হবে তেমনি সরকারের রেমিট্যান্স বাড়বে।

 

সর্বশেষ খবর