বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ৬

নেত্রকোনায় বিধ্বস্ত অটোরিকশা

বরিশাল নগরীতে সোমবার রাতে ট্রাক চাপায় মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

বরিশাল : নগরীর সিঅ্যান্ডবি রোডে সোমবার রাতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশা যাত্রী তৌফিক আহমেদ শুভ। তিনি শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। এ ঘটনার প্রতিবাদে গতকাল শেরেবাংলা মেডিকেলের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

নেত্রকোনা : পূর্বধলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বিকালে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ত্রিশালের আলীম উদ্দিনের স্ত্রী জোছনা বেগম (৬৫) ও দুর্গাপুরের রাকিব হোসেন (১৮)।

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় বাসচাপায় সাগর আলী (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বিকালে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পানবার ভাঙ্গুড়ার গোলাম হোসেনের ছেলে।

জয়পুরহাট : কালাইয়ে মোটরসাইকেল প্রাইভেটকার সংঘর্ষে কাওসার সরকার (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুপুরে জয়পুরহাট-মোলামগাড়ি সড়কের কালাইয়ের হলদিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মানিকগঞ্জ : ঘিওরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকালে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুমকী (পটুয়াখালী) : দুমকীতে পিকআপ উল্টে ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতের মধ্যে আশঙ্কাজনক ৬ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দুমকী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর