বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলায় দুজনের মৃত্যুদন্ড যাবজ্জীবন ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে শিশু ও দুই নারীকে হত্যার অভিযোগে দুজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির দুজনকে মৃত্যুদন্ড এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক আবুল বাশার মিয়া যাবজ্জীবন কারাদন্ডদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আবদুল মুন্নাফের ছেলে আল-আমিন ও জয়পুরহাটের পাঁচবিবির রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। যাবজ্জীবন দন্ড পাওয়া শহিদুল ইসলাম সিরাজগঞ্জের সলঙ্গার এরান্দহ গ্রামের শাহেদ আলীর ছেলে। পূর্ব পরিচয় সূত্রে ২০১৬ সালের ৩১ জুলাই মোবাইল ফোনে নাসরিনকে দেখা করতে বলেন আল আমিন। নাসরিন তার ফুপু মেহেরুন নেছা ও পাঁচ বছর বয়সী ভাগ্নিকে নিয়ে সাক্ষাৎ করতে তার দোকানে যান। এ সময় আল-আমিন ও তার সহযোগী রবিউল ইসলাম তাদের দোকানের পেছনে বিশ্রাম কক্ষে নিয়ে বালিশচাপা ও গলায় রশি পেঁচিয়ে তিনজনকে হত্যা করেন।

সর্বশেষ খবর