শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ফরিদপুর-২ আসন

চমক দেখাতে চান জামাল হোসেন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ভোটের মাঠে চমক দেখাতে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জামাল হোসেন মিয়া। এই আসন থেকে তিনি নৌকার মনোনয়ন চেয়েছিলেন। না পাওয়ায় স্থানীয়দের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। জামাল হোসেন বৃহস্পতিবার দুপুরে সালথা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জামাল হোসেন দীর্ঘদিন এলাকার মানুষের সেবায় কাজ করায় সব শ্রেণি পেশার মানুষের মন জয় করেছেন। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানান, জামাল হোসেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার পুরো পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে জামাল হোসেন মিয়া ও তার পরিবারের ওপর নানা অত্যাচার-নির্যাতন, মামলা হয়েছে। তারপরও আওয়ামী লীগের আর্দশ থেকে তাকে সরানো যায়নি। এবারের নির্বাচনে জামাল হোসেনকে তারা বিপুল ভোটের ব্যবধানে জয়ী করবেন বলে জানান।

জামাল হোসেন জানান, প্রধানমন্ত্রী বলেছেন দলের কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারবেন। এ কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ফরিদপুর-২ আসনের লাখো মানুষের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবে।

 

সর্বশেষ খবর