শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১৪ দিন পর ফিরলেন সাত জেলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৪ দিন পর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দর আড়ত ঘাটে ফিরেছেন সাত জেলে। এফবি আরাফাত নামের একটি ট্রলার গতকাল দুপুরে তাদের নিয়ে আসেন। ফিরে আসা জেলেরা হলেন- আবু সালেহ, আবদুর রহমান, তানমুন, তামিম, রাজিব, সালাম ও হৃদয়। তাদের বাড়ি কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায়। এর মধ্যে তানমুন ও আবদুর রহমান অসুস্থ থাকায় তাদের কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলেরা জানান, গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির কবলে ট্রলার ডুবির ঘটনায় তারা নিখোঁজ হন। পরে সাগরের ভাসমান অবস্থায় ওই সাতজনকে উদ্ধার করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ঘূর্ণিঝড়ে নিখোঁজ সব জেলেই উদ্ধার হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর