রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছেলের পর মা-ও কাটা পড়লেন ট্রেনে

রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত ছেলেকে রেললাইনের পাশে খুঁজতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মনশা বিশ্বাস (৫৫) নামের এক মা। উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। মনশা বিশ্বাস ওই গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী। স্থানীয় বহরপুর ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, ২০২১ সালে ট্রেনে কাটা পড়ে মারা যান মনশার ছেলে সাগর বিশ্বাস (২৩)। তিনি ফরিদপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। ছেলের মৃত্যুর পর মানসিক সমস্যায় ভুগছিলেন মনশা। ট্রেনের শব্দ পেলেই ছেলেকে খুঁজতে ভর রামদিয়া এলাকায় যেতেন। মাঝে মধ্যে বাড়ির অন্য সদস্যরা তাকে ফিরিয়ে আনতেন। গতকাল দুপুরে রেললাইনের পাশে ছেলেকে খুঁজতে যান মনশা বিশ্বাস। এ সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয় শিক্ষক মুন্সী আমির আলী বলেন, ঘটনাটি বেদনাদায়ক। ছেলে সাগরের মৃত্যুর পর মনশা বিশ্বাস পাগলপ্রায় হয়ে যান। তার ধারণা ছিল ছেলে মারা যায়নি, এক দিন ফিরে আসবে। মাঝে মধ্যেই ছেলেকে খুঁজতে ভর-রামদিয়া রেললাইনের পাশে যেতেন তিনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কবির আলম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শহরের শিমরাইল কান্দি এলাকায় গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। কবির নাসিরনগর উপজেলার গুজিয়াখাইল গ্রামের আবদুল করিমের ছেলে।

সর্বশেষ খবর