রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আগুনসন্ত্রাস নির্বাচনি ট্রেন থামাতে পারবে না

মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, নির্বাচনি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছুটতে শুরু করেছে। ট্রেন মিস করা রাজনৈতিক দলগুলোর জন্য সমবেদনা জানানো ছাড়া এখন আর কিছুই করার নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এবং নির্বাচন কমিশন ঘোষিত ৭ জানুয়ারিই হবে। দেশব্যাপী আগুনসন্ত্রাস কিংবা বিদেশি রক্তচক্ষু নির্বাচনি ট্রেন থামাতে পারবে না। জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সদর আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে মতবিনিময় ও বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এ কথা বলেন। শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়োন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

সর্বশেষ খবর