রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শুভসংঘ স্কুলে মা সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি

শুভসংঘ স্কুলে মা সমাবেশ

অসহায় গরিব, মেধাবী, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং মানসম্মত শিক্ষা প্রদানে দেশব্যাপী কাজ করছে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠিত শুভসংঘ স্কুল। এর ধারাবাহিকতায় গতকাল বীরগঞ্জ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত শুভসংঘ স্কুল প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সেরা ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ ও মা সমাবেশ হয়েছে।

মা সমাবেশে বক্তারা পরিবারের সদস্যদের শিশু সম্পর্কে সচেতন করে তোলা, শিশুর ঘাটতিগুলো শনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। এ ছাড়া শিশুর জন্য পরিবার এবং বিদ্যালয়ে আস্থাশীল পরিবেশ, শিশুর পাঠের তদারকি এবং পাঠের ক্ষেত্রে আরও আগ্রহী করে তোলার বিষয়ে আলোচনা করেন। অভিভাবকরা বলেন, আমাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্কুলের সবাই অক্লান্ত পরিশ্রম করছেন। মা সমাবেশে এসে অনেক কিছু জানতে পারলাম। মা সমাবেশ ও পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন সোহেল আহমেদ,  ফরহাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর