রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাসার ছাদে বোমাসদৃশ বস্তু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে এক ব্যবসায়ীর বাসার ছাদ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা। ওই গ্রামের নঈমুদ্দীনের ছেলে কলা ব্যবসায়ী মিঠুন আলীর বাসার ছাদে গতকাল বেলা ১১টার দিকে বস্তু দুটি পাওয়া যায়। স্থানীয়রা জানান, মিঠুন আলীর বাড়ির ছাদে কে বা কারা একটি সিমেন্টের ব্যাগে লাল স্কচটেপ প্যাঁচানো অবস্থায় দুটি বোমাসদৃশ কৌটা এবং পত্রিকার কাগজে মোড়ানো একটি বস্তু রেখে যায়। মিঠুন দেখতে পেয়ে মেহেরপুর থানায় খবর দেন। পুলিশ ও র‌্যাব বস্তুু দুটি পানিভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।

 

সর্বশেষ খবর