রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১২ দোকান ও বসতঘর পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান ও ঘর। জেলা শহরের মারী স্টেডিয়াম এলাকায় গতকাল সকালে এ অগ্নিকান্ড ঘটে। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎস বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি মারী স্টেডিয়াম সংলগ্ন প্রধান সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন রেস্টুরেন্টের একটিতে সকালে আগুন ধরে আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর