রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত

কমলাপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাতে জয়দেবপুর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। জয়দেবপুরের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, পৌনে ১২টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশনের চার নম্বর লাইনে প্রবেশের সময় ইঞ্জিনটি আউটার সিগনালে লাইনচ্যুত হয়। তবে ১ ও ২ নম্বর লাইন চালু থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত হলে রাতেই ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসে। রাত সোয়া ৩টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি রেললাইনের ওপর উঠানো হয়। কিছু সময় পর কুড়িগ্রাম এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে চলে যায়।

সর্বশেষ খবর